ফের রাজ্য়ে ফিরল শীত, আগামী ৩ দিন তাপমাত্রার পারদ নামবে বঙ্গে


Odd বাংলা ডেস্ক: ফের রাজ্যে শীতের আমেজ। পৌষের শেষ সপ্তাহ থেকে শীত রীতিমতো ঘাম ঝড়তে শুরু করলেও মকর সংক্রান্তি থেকে ফের পারদ নিম্মমুখী। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহেও বজায় থাকবে শীতের আমেজ। তবে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা খুবই কম বলেই জানিয়েছে হাওয়া অফিস।

পাহাড় থেকে সমতলের জেলাগুলিতে অনেকটাই নেমেছে পারদ। কলকতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পৌষের শেষে পারদ উঠে গিয়েছিল ২০ ডিগ্রির ঘরে। প্রায় ৬ ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা। ফলে ভোর থেকেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। কলকাতর সর্বোচ্চ তাপামাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যান্য জেলারও ছবিটা এক।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৭ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী থাকবে। তার পর সামান্য তাপমাত্রার হেরফের হতে পারে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের শীতল বাতাস এ রাজ্য ঢুকতে বাধা পাচ্ছিল। আপাতত সেই বাধা সরে যাওয়ায় ফের শীতল বাতাস ঢুকতে শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.