মহাকাশচারীর মূত্রে চাঁদে তৈরি বাড়ি!

Odd বাংলা ডেস্ক: যেহেতু মানব বর্জ্যে সুপার প্লাস্টিসাইজার (কম উদ্বায়ী জৈব এস্টার) থাকে, তাই মহাকাশচারীর মূত্র দিয়ে চাঁদে শক্তিশালী কংক্রিট তৈরি করে বাড়ি নির্মাণ করা যেতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) এ দাবি করেছে।

ইএসএ-এর গবেষক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের মূত্রে যে উপাদান থাকে সেগুলোর অন্যতম হলো ইউরিয়া। ইউরিয়া চাঁদের মাটির সঙ্গে মিশিয়ে যে কংক্রিট হয়, তা পৃথিবীর উপগ্রহে ঘর বানানোর পক্ষে যথেষ্ট কার্যকরী। গবেষকরা দেখতে পেয়েছেন, কংক্রিটের অনুরূপ নির্মাণ সামগ্রী তৈরিতে এবং জলেরর প্রয়োজনীয়তা হ্রাস করার জন্য সাধারণ প্লাস্টিসাইজারের চেয়ে চাঁদে জিওপলিমার মিশ্রণে ইউরিয়া যুক্ত করলে বরং ভালো কাজ করে। ইতোমধ্যে বিজ্ঞানীরা এভাবে কংক্রিট তৈরিও করেছেন। 

চাঁদের আবহাওয়ায় এই কংক্রিট যথেষ্ট টেকসই হবে বলেও বিজ্ঞানীরা আত্মবিশ্বাসী। এ বিষয়ে গবেষণাগারে  যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে। এটি অন্য কংক্রিটের চেয়ে অন্তত দশগুন বেশি ক্ষমতাসম্পন্ন। ইএসএ-এর প্রধান গবেষক মার্লিস আর্নহফ বলেন, ‘এই উদ্ভাবন পৃথিবী থেকে চাঁদে বিপুল পরিমাণ কাঁচামাল সরবরাহ করার প্রয়োজনীয়তা হ্রাস করবে। তাছাড়া দুটি উপাদান অর্থাৎ চন্দ্রপৃষ্ঠের যে কোনো জায়গার মাটি এবং ইউরিয়া সহজলভ্য।’

ভবিষ্যতে চাঁদে বসবাসকারী প্রতিটি ব্যক্তি প্রতিদিন গড়ে দেড় লিটার তরল বর্জ্য ত্যাগ করবে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.