বাংলার এই ৫টি জেলাতে জিততে পারলেই কেল্লাফতে তৃণমূলের


Odd বাংলা ডেস্ক: যে পাঁচটি জেলাকে রাজ্যের শাসক দল টার্গেট করছে সেগুলি হল- উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, কলকাতা, হাওড়া ও হুগলি৷ এই পাঁচ জেলার ১০৯টি বিধানসভা আসনকেই পাখির চোখ করছে তৃণমূল৷ শাসক দলের অন্দরের অঙ্ক বলছে, এই ১০৯টি আসনে বাজিমাত করতে পারলে রাজ্যে কেল্লা ফতে৷

২০১৯ লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী ২৯৪টির মধ্যে বিজেপি এগিয়ে ছিল ১২১টি বিধানসভা আসনে৷ আর তৃণমূল এগিয়ে ছিল ১৬৪টি আসনে৷ বিজেপি-তো ইতিমধ্যেই দাবি করতে শুরু করেছে, লোকসভার নির্বাচনের থেকেও বর্তমানে রাজ্যে তাঁদের জনসমর্থন বেড়েছে৷ দলে এসেছেন শুভেন্দু অধিকারীর মতো নেতা৷ তাই বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসনে জিতবে বলেই দাবি করছেন বিজেপি নেতারা৷ 

পাঁচটি বড় জেলার মধ্যে উত্তর চব্বিশ পরগণায় রয়েছে ৩৩টি আসন৷ ২০১৬ বিধানসভা নির্বাচনে এর মধ্যে ২৭টিতেই জিতেছিল তৃণমূল৷ বাম ও কংগ্রেস জিতেছিল ৩টি করে আসনে৷ ২০১৯ লোকসভা নির্বাচনের নিরিখে ২১টিতে এগিয়ে ছিল তারা৷ লোকসভা নির্বাচনের নিরিখে এই জেলায় ১২টি আসনে এগিয়ে ছিল বিজেপি৷ বাম ও কংগ্রেস কোনও আসনেই এগিয়ে ছিল না৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.