কী দেখে বুঝবেন আপনার ব্লাডপ্রেশার হাই ? জানতে ক্লিক করুন এখানে


Odd বাংলা ডেস্ক: প্রায় ঘরে ঘরে এখন উচ্চ রক্তচাপের সমস্যা। বদলে যাওয়া লাইফস্টাইল, বেড়ে চলা ব্যস্ততার ও নানান কারনে হাই ব্লাডপ্রেশার লোকের সংখ্যা বাড়ছে । কী দেখে বুঝবেন আপনার ব্লাডপ্রেশার হাই ? চলুন জেনে নেই..

• এমনিতে পরীক্ষা করানো ছাড়া অনেক সময়েই বোঝা যায় না যে, উচ্চ রক্তচাপের সমস্যা আছে।

• নিয়মিত মাথাব্যথা উচ্চ রক্তচাপের লক্ষণ।

• খেয়াল রাখুন, প্রায়শই বমি-বমি ভাব আসে কি না।

• একটুতেই কি বিহ্বল হয়ে পড়ছেন?

• অকারণে মাথা ঘোরা আর একটি উপসর্গ।

• কানে ভোঁ-ভোঁ শব্দ শোনেন?

• সামান্য সমস্যাতেই মানসিক অবসাদ দেখা দেয়?

• থেকে থেকে দৃষ্টি কি ঝাপসা হয়ে আসে?

• কেউ হঠাৎ বুকের ভিতর চাপ বোধ করলে, ঘাম হলে এবং ফ্যাকাশে হয়ে গেলে তৎক্ষণাৎ চিকিৎসক ডাকুন।

• এর সঙ্গে যদি কথা বলতে অসুবিধে হয় বা অসাড় হয়ে যান, তা হলে হাসপাতালে নিয়ে যাওয়াই শ্রেষ্ঠ সিদ্ধান্ত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.