ভূমিকম্প থেকে বন্যা- উত্তরাখণ্ডের কিছু বড় প্রাকৃতিক বিপর্যয়


Odd বাংলা ডেস্ক:
উত্তরাখণ্ডে ঘটে যাওয়া কিছু বড় বড় প্রাকৃতিক বিপর্যয়-

উত্তরকাশি ভূমিকম্প(১৯৯১): রিখটার স্কেলে ৬.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল অবিভক্ত উত্তর প্রদেশে।কমপক্ষে ৭৬৮জন মানুষ মারা যান এবং কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছিল।

মালপা ভূমিধস(১৯৯৮): এই ভূমিধসের সময় ৫৫জন কৈলাশ মানস সরোবর তীর্থযাত্রীসহ প্রায় ২৫৫ জন মারা গিয়েছিলেন। পিঠোরাগড় জেলার ছোট্ট গ্রাম মালপা কার্যত নিশ্চিহ্ন হয়ে যায়।

চামোলি ভূমিকম্প(১৯৯৯): চামোলি জেলাটি সেবার ৬.৮ মাত্রার ভূমিকম্পে কার্যত লন্ডভন্ড হয়ে পড়েছিল এবং এতে শতাধিক মানুষ নিহত হন। ভূমিকম্পের ফলস্বরূপ, অনেক মাটির বিকৃতি দেখা গিয়েছিল এবং ভূমিধস এবং জলের প্রবাহের পরিবর্তনও লক্ষ্য করা গিয়েছিল।

উত্তর ভারতে বন্যা(২০১৩): একাধিক দিন ধরে উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে ২০১৩ সালের জুনে বন্যা এবং ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয় সম্মুখীন হতে হয়েছিল। এই দুর্ঘটনায় ৫,৭০০ জনেরও বেশি মানুষ নিহত হন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.