"প্রেম"-এর দিন ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে কিছু মজাদার তথ্য

Odd বাংলা ডেস্ক: ভ্যালেন্টাইন্স ডে মানেই প্রেমের দিন, আর এই প্রেমের দিনটিকে ঘিরে সারা বিশ্ব জুড়ে প্রচলিত রয়েছে কিছু মজাদার তথ্য, জেনে নিন এমনই পাঁচ তথ্য-

  • ভালোবাসা দিবস কার্ড দেওয়ার একটা প্রচলন রয়েছে। জানেন কি এইদিন কার্ড কেনার নিরিখে দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় দিন এবং প্রতি বছর এই দিনে ১ বিলিয়ন কার্ড কেনা হয়ে থাকে।
  • মধ্যযুগে পুরুষ এবং মহিলারা তাদের ভ্যালেন্টাইন কে হবেন তা জানতে  একটি বাটিতে কিছু নাম লেখেন। এরপর তারা এক সপ্তাহের জন্য তাদের জামার হাতাতে নামটি পিন করে রাখেন। এভাবেই "ওয়্যার ইওর হার্ড অন ইওর স্লিভস" এই শব্দটির উৎপত্তি ঘটে।
  • কিছু খুচরা পরিসংখ্যানের ভিত্তিতে, প্রায় ৩% পোষ্য মালিকরা এই দিনটিতে তাদের পোষা প্রাণীকে উপহার দেন।
  • প্রতিবছর ভ্যালেন্টাইন ডে-তে ৩৫ মিলিয়নের বেশি হার্ট শেপ চকোলেট বাক্স করে বিক্রি হয়।
  • ৭৩% পুরুষ যারা ভালোবাসার এই দিনে ফুল কেনেন, অন্যদিকে ২৭ শতাংশ মহিলারা এই দিনে ফুল কেনেন নিজেদের বালবাসার মানুষের জন্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.