সরস্বতী পুজোর আগেই কি বিদায় নিল শীত? কী বলছে হাওয়া অফিস?


Odd বাংলা ডেস্ক: বিদায়ের আগে হাড় কাপানো শীত পড়বে শহরজুড়ে, এমনটাই জানিয়েছিল হাওয়া অফিস।এরপর শুক্রবার থেকে ধীরে ধীরে চড়বে তাপমাত্রার পারদ। সোমবার রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার পারদ পতন হয়েছে শহরে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে সর্বাধিক জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৪ শতাংশ।

উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। যদিও সকালের পর পরিষ্কার থাকবে কলকাতা সহ অন্যান্য জেলাগুলির আকাশ। উত্তর-পূর্ব ভারতের অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আগামী দু'দিন অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। একধাক্কায় অনেকটাই কমতে পারে দৃশ্য়মানতা। 

প্রসঙ্গত, চলতি বছর শীতের ইনিংসে সেভাবে রান না উঠলেও ফেব্রুয়ারিতে রেকর্ড পারদ পতন হয়েছে। বিগত ১০ বছরে এটাই শীতলতম ফেব্রুয়ারি। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানান, এই পরিস্থিতি বিরল, কিন্তু আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসেও জমিয়ে শীত উপভোগ করেছিলেন বাংলার মানুষ। আবহাওয়াবিদদের কথায়, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মাঝখান থেকেই চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। সরস্বতী পুজোতে তাপমাত্রা বাড়লেও বজায় থাকবে শীতের আমেজ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.