এবার প্রি-ওয়েডিং শুটেও 'খেলা হবে', ভাইরাল ছবি!


Odd বাংলা ডেস্ক: রাজনীতির ময়দানে অব্যাহত 'খেলা হবে' স্লোগান। 'খেলা হবে' বলছেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা 'খেলা' শেষ বলে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। তারইমধ্যে এবার প্রি-ওয়েডিং শুটেও 'খেলা হবে'। দটুইটারে এক ব্যক্তি দেবাংশু ভট্টাচার্যকে ট্যাগ করে বলেন, 'দেবাংশু দা, অফিসে আমার সহকর্মীদের প্রি-ওয়েডিং শুট। দেখো, তুমি কী করেছ।#খেলা হবে।' 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.