'যখন মরেই যাবো তখন এসব মেনে লাভ নেই' লন্ডনে করোনা নিয়ে ব্যাপক পাগলামি

Odd বাংলা ডেস্ক: মহামারি করোনায় ইউরোপের অনেক দেশের মতো ব্রিটেনেও অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। তা সত্ত্বেও লন্ডনের নটিংহামে এক পার্কে শত শত মানুষ স্বাস্থ্যবিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ধাক্কাধাক্কি, কোলাকুলি, হৈচৈ, উল্লাস প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাস নিয়ে পাগলামোর ওমন এক ভিডিও ছড়িয়ে পরে সোমবার (২৯ মার্চ) । খবর বিবিসির।

এদিকে এ ঘটনার পর পুলিশ জনসাধারণকে করোনা সংক্রান্ত বিধি মেনে চলতে সতর্ক করেছে।

ভিডিওতে দেখা যায়, নটিংহামের আরবোরেটাম পার্কে কেউ কোলাকুলি করছেন, কেউ ধাক্কা দিচ্ছেন। স্থানীয় এক বাসিন্দা ওই দৃশ্যকে ‘ভয়ঙ্কর’ হিসেবে বর্ণনা করেছেন।

গত সোমবার সকালে, ইংল্যান্ডে দুই অথবা সর্বোচ্চ ছয় জনকে বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি দেয়। কিন্তু ভিডিও ফুটেজে দেখা যায়, সামাজিক দূরত্ব না মেনে অসংখ্য লোক জমায়েত হতে শুরু করেন এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পার্কে হৈ চৈ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.