নিউইয়র্কে ভারতীয় খাবারের সম্ভার সাজালেন প্রিয়ঙ্কা চোপড়া, নতুন রেস্তোরাঁর নাম দিলেন 'সোনা'
টুইটবার্তায় নতুন রেস্তোরাঁর কথা জানিয়েছেন প্রিয়ঙ্কা। ২০১৯ সালের কিছু ছবিও পোস্ট করলেন তারই সঙ্গে। পুরনো সেই ছবিতে দেখা গেল, নিক ও প্রিয়ঙ্কা পুজো করছেন সেখানে। শনিবার সেই জায়গাতেই উদ্বোধন হল ‘সোনা’-র।
প্রিয়ঙ্কার ক্যাপশনে জানা গেল, ভারতের মতোই বৈচিত্রপূর্ণ হবে তাদের মেনু। অভিনেত্রী লিখলেন, ‘দেশের প্রতি ভালবাসা জানিয়েছি এই রেস্তরাঁর মধ্যে দিয়ে। যে স্বাদ পেয়ে বড় হয়েছি, তারই প্রতিরূপ গড়ে তোলার প্রয়াস’। একই সঙ্গে শেফ হরি নায়েককে ধন্যবাদ জানালেন। সেই সঙ্গে ডিজাইনার মেলিসা বাওয়ারসকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
Post a Comment