বিজ্ঞান বলছে চুল পড়া নিয়ে ভয় নেই, সমাধান আছে!

Odd বাংলা ডেস্ক: চুল পড়ে যাওয়া আমাদের সবচেয়ে বড় দুঃচিন্তার কারন। চুল পড়ে যাওয়ায় আমাদের দুঃখের আর শেষ নেই। কারন একবার চুল পড়া ধরলেই তা আর থামতে চায় না। তবে আজ একটা সুসংবাদ দিতে পারি আপনাদের যাদের চুল পড়ে যাচ্ছে।

বেশ কয়েক বছর ধরেই গবেষকরা কৃত্তিমভাবে স্টেম সেল ব্যবহার করে ত্বকের হেয়ার ফলিকলের উচ্চ ও নিম্ন স্তর তৈরির চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে এটা ইঁদুরের শরীরে পরীক্ষা করেও দেখা হয়েছে। এবং এই পরীক্ষা সফল হয়েছে বলে জানান গবেষকরা। ইন্ডিয়ানাপোলিসের ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষকরা দাবী করছেন ল্যাবে তৈরি এই টিস্যু মানুষের মাথার ত্বকেও চুল গজাতে সক্ষম।

গবেষকরা এর আগেও স্টেম সেলের সাহায্যে টাকের সমস্যার সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু ৫-৬টি স্টেম সেলের সাহায্যে তৈরি টিস্যু থেকে চুল গজানো সম্ভব হয়নি। কিন্তু এই গবেষণার মুখ্য গবেষক কার্ল কোহেলর জানিয়েছেন এ বারের টিস্যুতে ২০টি স্টেম সেল রয়েছে। ২০টি স্টেম সেলের দ্বারা তৈরি এই স্কিন বাড মানুষের এপিডারমিস ও ডারমিসে হেয়ার ফলিকল তৈরি করতে পারবে বলে আশাবাদী কার্ল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.