লাল মেরি থেকে ডামাডাম মস্ত কলন্দর, সুফির সুরে ভরে উঠল গোটা কাশ্মীর

Odd বাংলা ডেস্ক: বিখ্যাত সুফি কবি ওয়াজা মাহমুদের জীবন ও কর্মের চিত্র তুলে ধরে গেলো সোমবার কাশ্মীর সোসাইটি ইন্টারন্যাশনালে একটি সুফী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার কাশ্মীর, পান্ডুরং কে পোল, ডিসি শ্রীনগর আইজাজ আসাদ, চেয়ারম্যান কেএসআই খাজা ফারুক রেনজুশাহ, ড. হিনাভাট ভিসি জে ও কে কেভিআইবি প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

সম্মেলন উপলক্ষে কুলিয়াত ওয়াজা আহমদ ও কুলিয়াত ই ওয়াজাফরীদ নামে দুটি বই প্রকাশিত হয়েছে। সংগঠকদের মতে এই বইগুলোতে সুফিয়াত এবং তাসাউফকে সত্য আধ্যাত্মিক উপায়ে তুলে ধরা হয়েছে। রেনজুশাহ তার উদ্বোধনী বক্তব্যে বলেন, কাশ্মীরের সভ্যতা তার আধ্যাত্মিক চরিত্র দ্বারা পরিচিত যা অতীতের গৌরব নিয়ে আবারও উদীয়মান হচ্ছে।


এদিকে ওয়াজমাহমুদের নাতি খুরশিদওয়াজা বলেন,বিগত ৭০ বছর ধরে এই কিংবদন্তি সুফি কবিকে বিভাগীয় কমিশনার কাশ্মীর, ডিসি শ্রীনগর এবং কাশ্মীর সোসাইটি ইন্টারন্যাশনাল রাষ্ট্রীয় স্তরের মর্যাদা প্রদান করে আসছেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তিকে খ্যাতনামা সম্মাননা ও সম্মাননাপত্র প্রদান করা হয়। সেই সঙ্গে বক্তারা কাশ্মীরের সুফি সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন সাইট সংরক্ষণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.