প্রস্রাবের রঙ জানিয়ে দিবে আপনার শারীরিক সমস্যা!

Odd বাংলা ডেস্ক: আমরা যখন কোনো শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যাই, তখন অনেক ক্ষেত্রেই আমাদের প্রস্রাব পরিক্ষার কথা বলে থাকেন। কারণ প্রস্রাব পরিক্ষার মাধ্যমে অনেক রোগ নির্ণয় করা যায়। আবার বাড়িতেই আমরা অনেক সময় খেয়াল করলে দেখতে পাই যে আমাদের প্রস্রাবের রঙ একেক সময় একেক রকম। কিন্তু আমরা অনেকেই জানি না যে প্রস্রাবের রঙ কেনো এমন হয়ে থাকে বা এর জন্য আমাদের কি করা উচিৎ। অনেকে প্রস্রাবের একটু ভিন্ন রঙ দেখলেই ভয় পেয়ে চলে যান চিকিৎসকের কাছে। তাই আসুন আজ আমরা জেনে নেই প্রস্রাবের বিভিন্ন রঙের কারণ ও এর প্রতিকার সম্পর্কে। জেনে নিন প্রস্রাবের রঙ কেমন হলে আপনার কি সমস্যা আছে:

. সাদা- আপনি যথেষ্ট জল পান করছেন। আরেকটু কম জল খেলেও সমস্যা হবেনা।

. গাড় হলুদ- স্বাভাবিক। কিন্তু আরেকটু বেশি জল পান করুন।

. মধুরঙা- খুব দ্রুত জল পান করুন। আপনার শরীর চাহিদামতো জল পাচ্ছে না।

. বাদামী- আপনার কিডনিজনিত কোনো সমস্যা রয়েছে। সুতরাং দ্রুত চিকিত্সকের সাথে দেখা করুন।

. গোলাপী বা লালচে- অতিরিক্ত পরিমাণে বিট বা জাম খাওয়া থেকে এমনটা হতে পারে। তবে যদি সেটা না হয় তাহলে আপনার প্রস্রাবে রক্ত মিশতে শুরু করেছে। হতে পারে আপনার কিডনিজনিত সমস্যা, টিউমর বা কোনো ধরনের সংক্রমণ রয়েছে। চিকিত্সকের সাথে অতিসত্ত্বর দেখা করুন।

. কমলা- আপনার ফুসফুসের সমস্যা রয়েছে। তবে হতে পারে খাবারের রঙ থেকেই এমনটা হয়েছে।

. নীল বা সবুজ- খুব কম এমন সমস্যা পাওয়া গেলেও এমনটাও হতে পারে আপনার প্রস্রাবের রঙ।

খাবারের রঙ থেকে এমনটা হতে পারে। হতে পারে ব্যাকটেরিয়ার কারণেও।

. ফোমিং- হতে পারে কিডনির কোনো সমস্যার কারণে এমনটা হয়েছে।

. হালকা হলুদ- আপনি স্বাভাবিক ও সুস্থ আছেন।

. স্বচ্ছ হলুদ- আপনি স্বাভাবিক আছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.