১ এপ্রিল থেকে এই রাজ্যে বাড়ছে দেশি-বিদেশি মদের দাম, সস্তা হচ্ছে বিয়ার!


Odd বাংলা ডেস্ক: সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ। আগামীকাল অর্থা ১ এপ্রিল থেকে উত্তরপ্রদেশে কার্যকর হতে চলেছে নয়া আবগারি নীতি। যার ফলে দিল্লি  সংলগ্ন নয়ডা এবং গাজিয়াবাদে অ্যালকোহলের দাম বাড়তে চলেছে।

আবগারি নীতি অনুসারে, বিয়ার, দেশি এবং বিদেশি মদের সংশোধিত দাম কার্যকর হতে চলেছে। তবে সস্তা হতে চলেছে বিয়ার। কিন্তু দেশি ও বিদেশি মদের দাম বাড়বে। আগামী ১ এপ্রিল নতুন আর্থিক বছর কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের পাশাপাশি মধ্যপ্রদেশ, দিল্লি-এনসিআর এবং হরিয়ানাতেও কার্যকর হবে নয়া আবগারি নীতি। 

নয়া আবগারি নীতি অনুসারে, আগামী তিন মাসের মধ্যে মদের সমস্ত পুরনো স্টকের সরবরাহ বন্ধ করে দিতে হবে। যদিও দিল্লিতে সামগ্রিকভাবে মদের দাম বাড়ছে না। তবে নয়ডা এবং গাজিয়াবাদে এর মূল্যবৃদ্ধির ফলে দিল্লির মদের দোকানগুলিতে বিক্রি বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর ফলে মদের পারমিটের এক্স-কাস্টম বন্ড প্রাইজ ৬০০ টাকার বেশি বৃদ্ধি পেয়েছে। তবে নয়া নীতি অনুসারে, সেখানে বিয়ারের দাম ১০ টাকা থেকে ৩০টাকা কমতে চলেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.