করোনা আবহে আইপিএল ২০২১-এ জারি হল একগুচ্ছ বিধি, জেনে নিন

Odd বাংলা ডেস্ক:  করোনা আবহে ২০২১ সালের আইপিএল-এ কার্যকর হবে কিছু নতুন বিধি। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চলতি বছরে আইপিএল ২০২১ সময় নির্ধারণের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন নিয়মের অধীনে, আইপিএলের প্রতিটি দলকে ৯০ মিনিটের মধ্যে তাদের ইনিংস শেষ করতে হবে। এতে চতুর্থ আম্পায়ারের ক্ষমতাও বৃদ্ধি করেছে।

এক ঝলকে জেনে নিন নতুন বিধিগুলি কী কী?

  • প্রতিটি দলের ইনিংস ৯০ মিনিটের মধ্যে শেষ হতে হবে।
  • এর আগে, প্রতিটি ইনিংসের ২০তম ওভারটি ৯০তম মিনিটে শুরু করতে হত।
  • প্রতিটি দলকে এক ঘন্টায় গড়ে ১৪.১১ ওভারের বল করতে হবে।
  • ৯০ মিনিটের সময়সীমা শেষ হবে না।
  • বিরতিসহ ম্যাচের ২০ ওভার নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলে প্রতি ওভারের জন্য ৪ মিনিট ১৫ সেকেন্ডের অতিরিক্ত সময় দেওয়া যেতে পারে।

কোনও সফট সিগন্যাল নেই

আইপিএল পরিচালনা কমিটি ‘সফট সিগন্যাল’ থেকে মুক্তি পেয়েছে যেখানে অনফিল্ড আম্পায়ার ফোন পেয়ে তৃতীয় আম্পায়ারের সঙ্গে তার সিদ্ধান্তের কথা জানান। সফট সিগন্যাল অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে তৃতীয় আম্পায়ার অন-ফিল্ড কলকে মাথায় না রেখে সর্বোত্তম সম্ভাব্য সিদ্ধান্ত নিতে পারে।

ফোর্থ আম্পায়ারের শক্তি বৃদ্ধি

ম্যাচে কোনও দল সময় নষ্ট করলে চতুর্থ আম্পায়ারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। চতুর্থ আম্পায়ার ব্যাটসম্যানদের নোটিশ দেওয়ার বা সতর্ক করার ক্ষমতা রাখে যারা সময় নষ্ট করে এবং সময়সীমা লঙ্ঘনের জন্য দলকে দণ্ড দিতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.