ভারতে লঞ্চ হতে চলেছে Xiaomi Mi 11 Ultra, জেনে নিন এর দাম,স্পেসিফিকেশন

Odd বাংলা ডেস্ক: আগামী ২৩এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে বহু প্রতিক্ষিত স্মার্টফোন Xiaomi Mi 11 Ultra। এর দাম প্রায় ৭০,০০০ টাকা।

স্পেসিফিকেশন

- 6.81 ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে

- কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর

- তিনটি রিয়ার ক্যামেরা

- 50-মেগাপিক্সেল লেন্স, যেখন দ্বিতীয় এবং তৃতীয় লেন্স উভয়ই 48 মেগাপিক্সেল

- সেকেন্ডারি স্ক্রিনটি ফোনের পিছনে ক্যামেরা মডিউলের কাছে আছে

- আপনি দ্বিতীয় স্ক্রিনে নোটিফিকেশন দেখতে পাবেন এবং এটি ক্যামেরা মিররিং করার জন্য ব্যবহার করতে পারবেন

- IP68 রেটিং

- জল এবং ধুলো প্রতিরোধী

- 5,000 এমএএইচ ব্যাটারি

- 67W দ্রুত চার্জিং সাপোর্ট বিশিষ্ট

- বিপরীত চার্জিং সাপোর্ট 

- এটি ৫জি সাপোর্ট করে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.