ছেলের গিফট কিনে দেওয়ার জন্য কুকর্ম করে বসলেন মা!

Odd বাংলা ডেস্ক: প্রতি বছরই ক্রিসমাসে ছেলের জন্য সাধ্যমতো গিফট কেনেন তিনি। কিন্তু কোনওবারই ছেলের মুখে হাসি ফোটে না। কারণ, বন্ধুদের ক্রিসমাস গিফট অনেক আকর্ষণীয় এবং দামি। ফলে একই ঘ্যানঘ্যান মায়ের কানে। কবে সেও দামি গিফট পাবে।

সে কারণেই বছর ২০-র সিঙ্গল মাদার মেগান ক্লারা নাকি বেছে নিয়েছেন পর্ন মুভিকে।

ক্যামেরার সামনে নিজেকে উন্মুক্ত করে তিনি বছর ছয়েকের ছেলের জন্য কিনে আনছেন দামি উপহার।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ব্রিটেনের বাসিন্দা বছর ২০-র ক্লারা মাত্র ১৪ বছর বয়সে মা হয়েছিলেন। সপ্তাহে তাঁর আয় ৮০ পাউন্ড। নিম্নমধ্যবিত্ত পরিবারে ছেলের পরিচর্যার পর আর গিফট কেনার জন্য বেশি টাকা হাতে থাকত না মেগানের। তাই অল্পদামি গিফট দিয়ে ক্রিসমাস সারতেন।

কিন্তু, ছেলে অ্যাশটন নাছোড়বান্দা। তার দামি গিফট চাইই। তাই একপ্রকার বাধ্য হয়ে পর্নস্টার হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন মেগান ক্লারা।

বর্তমানে প্রতি ছবির জন্য ৫০০ ডলার আয় করেন তিনি। তাই এবার ছেলের ক্রিসমাস গিফটের জন্য ১,৫০০ ডলার বরাদ্দ করেছেন। আগে যা ছিল মাত্র ১০০ ডলার। এর জেরে বেজায় খুশি মা ও ছেলে।

এদিকে, পর্ন মুভিতে অভিনয়ের জেরে তাঁকে ঘিরে ছিছিক্কার পড়ে গেছে। তা নিয়ে অবশ্য মাথাব্যথা নেই মেগানের। জানিয়েছেন, ছেলের জন্য যা ইচ্ছা করতে পারেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.