পাত্রের বাবার সঙ্গে পালাল পাত্রীর মা! বিয়ে ভাঙল সন্তানদের!
Odd বাংলা ডেস্ক: সুরাতে ঘটেছে এমনই একটি ঘটনা যেখানে হবু জামাইয়ের বাবার সাথে ঘর ছেড়েছেন পাত্রীর মা| আর এরফলে তাদের সন্তানদেরই বিয়ে হয়েছে পন্ড| জানা গেছে, ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে বিয়ে হওয়ার কথা ছিল হবু দম্পতির| তার আগেই ঘটে এই বিপত্তি| জানা গেছে, নিখোঁজ হয়ে যান পাত্রের ৪৮ বছর বয়সী বাবা এবং পাত্রীর ৪৬ বছর বয়সী মা| কাটারগ্রাম এলাকার স্থানীয়দের বক্তব্য, পাত্রের বাবা হঠাত গ্রাম থেকে উধাও হওয়ার পরেই গ্রাম থেকে অদৃশ্য হন পাত্রীর মা| দুই পরিবাররে পক্ষ থেকেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে| তবে তারা একসাথে পালিয়েছে ভেবেই খুব অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছে দুই পরিবার|
জানা গেছে, বাগদান পর্ব শেষে নিজেদের বিয়ের জন্য দিন গুনছিলেন এই হবু দম্পতি| তার মধ্যেই জানা যায় গত ১০ জানুয়ারী থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না একদিকে পাত্রীর মা এবং অন্যদিকে পাত্রের বাবার| স্থানীয় সূত্রের খবর, একই জায়গায় থাকার সুত্রে বস্ত্র ব্যবসায়ী পাত্রের বাবাকে খুব অল্প বয়স থেকেই চিনতেন পাত্রীর মা| তারা জানিয়েছেন, বয়সকালে তাদের মধ্যে সম্পর্কও ছিল| কিন্তু পাত্রীর মায়ের সাথে অন্য কারোর বিয়ে হয়ে যায়| এই ঘটনায় শোরগোল পড়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে|
Post a Comment