করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই দেশে বাড়ল বেকারত্বের হার!
Odd বাংলা ডেস্ক: আবার যেন ফিরে আসছে গত বছরের স্মৃতি। কারণ করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউ এবং তার মোকাবিলায় দেশের বিভিন্ন অংশে আংশিক লকডাউনের জেরে ফের শুরু কর্মীছাঁটাই শুরু হয়েছে। যার ফলে মাথাচাড়া দিতে শুরু করেছে বেকারত্বের সমস্যা। সোমবার তাদের রিপোর্টে এমনটাই জানিয়েছে অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই)।
গত ১১ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে বেকারত্বের হার ৮.৬% ছুঁয়েছে। অথচ, তার মাত্র দু'সপ্তাহ আগে, অর্থাৎ দেশের বিভিন্ন এলাকায় আংশিক লকডাউন যখনও শুরু হয়নি, তখন বেকারত্বের হার ৬.৭% ছিল।
গত বছর গোটা দেশে দীর্ঘ লকডাউনের ফলে সব থেকে বেশি ভুগতে হয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত পরিযায়ী শ্রমিকদের। গাড়ি, বাস, ট্রেন না পেয়ে পায়ে হেঁটেই কয়েত হাজার কিলোমিটার পথ পেরিয়ে নিজের ঘরে পৌঁছেছিল তাঁরা। মাঝ রাস্তায় প্রাণ হারিয়ে বাড়ি ফেরাও হয়নি অনেকের। এ বারেও সেই একই পরিস্থিতির মুখে পড়ার ভয়ে ইতিমধ্যেই শহর ছাড়তে শুরু করেছে পরিযায়ী শ্রমিকরা। বিভিন্ন সংবাদপত্রে সেই ছবি প্রকাশিত হয়েছে। এর জেরে শহরগুলিতে বেকারত্বের হার ১১ এপ্রিল পর্যন্ত শেষ হওয়া সপ্তাহে বেড়ে ১০% হয়েছে।
Post a Comment