এই তিথিতে ভুলেও বেল খাবেন না! কেন জানেন?
Odd বাংলা ডেস্ক: পঞ্চমিতে পিত্ত বৃদ্ধি হয়! সেজন্যে এই তিথিতে পিত্তকর দ্রব্য ভক্ষণ করা উচিৎ নয়। বিশেষ করে পাকা বেল। প্রকৃতির নিয়মে এই তিথিতে পেটের রোগ হতে পারে। এমনকি, হাত-পাও জ্বালা করতে পারে। আর তাতে যদি পাকা বেলের সংযোগ ঘটে তো তাহলে তো কথাই নেই। সেই সমস্ত সমস্যা আরও বেড়ে যেতে পারে। আর তাই বেল না খাওয়াই উচিৎ বলে জানাচ্ছেন অনেকে। সুতরাং এই সময় সাবধান থাকুন। আর বেল খাওয়া থেকে নিজেকে দূরে রাখুন।
Post a Comment