কলকাতার ভূতবাড়ি: আকাশবাণী ভবন!
Odd বাংলা ডেস্ক: ভুতের গল্প পড়তে কিম্বা ভুতের সিনেমা দেখতে অনেকেই ভালবাসেন।কিন্তু গল্প গুলি যদি আমাদের পরিচিত কোন স্থানকে কেন্দ্র করে হয় তাহলে সেই গুলি আমাদের মনকে সবচেয়ে বেশি শিহরিত করে। আপনাদের জানাবো আমাদের সবার পরিচিত শহর কলকাতার কয়েকটা ভৌতিক স্থানের ব্যাপারে। প্রথম পর্বে আজকের কাহিনী আকাশবাণী ভবনকে নিয়ে।
আকাশবাণী ভবনঃ- ফাঁকা লম্বা করিডোর, অজস্র স্টুডিও আর ব্রিটিশ পরিকাঠামো মিলিয়ে আকাশবাণীর ভুতুড়ে অস্থিত্ব অস্বীকার করা যায় না।কেউ কেউ এখানে দেখেন হ্যাট,কোর্ট পরিহিত ইংরেজ সাহেবের ছায়া মূর্তি। যারা মঝে মধ্যেই ঘরে প্রবেশ করতেন আর অভ্যাসবশত ফাইল পত্র নিয়ে ঘাটাঘাটি করতেন। আবার কেউ কেউ দেখেন মধ্যরাতে রেকর্ডিং রুমের বাইরে দাঁড়িয়ে কে যেন গান শুনছেন।
Post a Comment