ট্রেনে অগ্নিকাণ্ড এড়াতে রাতে মোবাইল,ল্যাপটপ চার্জিং নিষিদ্ধ করার পথে ভারতীয় রেল


Odd বাংলা ডেস্ক: ট্রেনে যাত্রাকালে রাতের বেলা মোবাইল বা ল্যাপটপ চার্জ দেন অনেকেই। কিন্তু সম্প্রতি রেলে অগ্নিকাণ্ডের একাধিক ঘটনা প্রকাশ্যে আসছে। আগুন লেগে দুর্ঘটনার সম্ভাবনা এড়াতেই রাতের বেলা ট্রেনে মোবাইল,ল্যাপটপ চার্জিং নিষিদ্ধ করল ভারতীয় রেল। ১৩ মার্চ উত্তরাখণ্ডের কাঁসারো স্টেশনের অদূরে দিল্লি থেকে দেরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসে আগুন লাগার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শতাব্দীর একটি কামরায় আগুন লাগার পর নিমেষে সেই আগুন সাতটি কামরায় ছড়িয়ে পড়ে।

পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সুমিত ঠাকুর বলেন, 'যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত ট্রেনের কামরায় চার্জিং পয়েন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' অতিরিক্ত চার্জ দেওয়ার কারণে ল্যাপটপ এবং মোবাইল ফোন গরম হয়ে যাওয়ার ফলে দূরপাল্লার ট্রেনে আগুন লাগার বহু দুর্ঘটনা ঘটেছে বলেই খবর। দেশের অন্যান্য জোনগুলিতেও একই নিয়ম কার্যকর করা হবে বলে জানান তিনি

এর পাশাপাশি ট্রেনের কামরায় লুকিয়ে ধূমপান বন্ধ করতেও তৎপর হচ্ছে ভারতীয় রেল। ট্রেনের কামরায় ধূমপান করলে শাস্তি বাড়ানোর প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে। বর্তমানে, রেল আইনের ১৬৭ ধারায় ট্রেনের কামরায় ধূমপানকারীদের সাজা দেওয়া হয়। ট্রেনের কামরায় ধূমপানরত অবস্থায় কোনও যাত্রী ধরা পড়লে ১০০ টাকা জরিমানা করা হয়। রেলের এক পদস্থ কর্তার কথায়, 'রাতে চার্জিং পয়েন্ট বন্ধ রাখার পাশাপাশি কামরার মধ্যে ধূমপান করার সময় ধরা পড়লে কঠোর শাস্তির কথা বিবেচনা করা হচ্ছে। এমনকী সাধারণের সম্পত্তি নষ্ট করার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.