বারাণসী থেকে মোদীর বিরুদ্ধে লড়তে পারেন মমতা


Odd বাংলা ডেস্ক: দ্বিতীয় আসন থেকে লড়াই করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নরেন্দ্র মোদীর সেই খোঁচার রেশ এবার পৌঁছে গেল উত্তরপ্রদেশের বারাণসীতে। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া দাবি করলেন, বারাণসী থেকে লড়াই করবেন তৃণমূল সুপ্রিমো। যে আসন থেকে গত দুই লোকসভা ভোটে জিতেছেন খোদ মোদী। গতবারের নির্বাচনে  প্রায় ৯০,০০০ ভোটে জয় ছিনিয়ে নিয়েছেন। বৃহস্পতিবার নন্দীগ্রাম-সহ রাজ্যের ৩০ টি আসনে ভোটপর্বের মধ্যে জয়নগরে সভা করেন মোদী। সেখান থেকে নন্দীগ্রামের ভোট-ভাগ্যের আভাস ঘোষণা করে মোদী খোঁচা দেন, মমতা দ্বিতীয় কোনও আসন থেকে লড়বেন না তো? সেই সম্ভাবনা পত্রপাঠ খারিজ করে দেয় তৃণমূল। 


ঘাসফুল শিবিরের তরফে বলা হয়, ‘নন্দীগ্রামে জিতছেন দিদি (মমতা)। আরও একটি আসন থেকে লড়াইয়ের প্রশ্নই ওঠে না। নরেন্দ্র মোদীজি, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা থেকে বিরত থাকুন। পশ্চিমবঙ্গে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর আপনার মিথ্যা ধরতেই পারবেন মানুষ। ২০২৪ সালে একটি সুরক্ষিত আসন খুঁজে নিন। কারণ বারাণসীতে আপনাকে লড়াইয়ের মুখে পড়তে হবে।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.