মানুষের কাঁচা মাংস বিক্রির জাল বুনেছিল এক মহিলা, অবশেষে পুলিশের জালে


Odd বাংলা ডেস্ক: মানুষের কাঁচা মাংসের বিশাল ব্যবসা ফেঁদে বসেছিল বছর ৩০-এর এক মহিলা। মঙ্গলবার মহারাষ্ট্রের থানে থেকে পুলিশ গ্রেফতার করে ওই মহিলাকে। বন্দী করে রাখা তিনজনকে উদ্ধার করেছে পুলিশ।এর মধ্যে এক কিশোরী রয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একটি সূত্র মারফত খবর পেয়েএই বিশাল পাচার চক্রটির হদিশ পায় পুলিশ। এরপরেই ভায়ান্ডার-ভাসাই ভিরার পুলিশ মুম্বই-আহমেদাবাদ রোডের পাশের একটি রেস্তোরাঁয় হানা দেয়। সেখান থেকেই ওই মহিলার খোঁজ পায় পুলিশ। পুলিশ জানতে পেরেছে ওই মহিলার নাম নিশা ওরফে অমরজিৎ যশবন্ত কৌর। রেস্তোরাঁয় হানা দিয়ে সেখান থেকে পুলিশ ৩জনকে উদ্ধার করেছে বলে খবর। এর মধ্যে দু’জন মহিলা ও এক জন কিশোরী। এই পাচারচক্রের সঙ্গে ওই তিনজনের কোনও যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.