'বেগম ১০০ পার করবেন না' ভোট দিয়ে বেরিয়েই বললেন শুভেন্দু

Odd বাংলা ডেস্ক: দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন সকালে নিজের নতুন ভোটকেন্দ্রে ভোট দিলেনন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের নন্দনায়েকবাড় প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ ভোট দেন তিনি। এর পর সাংবাদিকদের তিনি জানান, ‘এই বুথে ১০০ পার করতে পারবেন না বেগম’।

নন্দনায়েকবাড় প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তায় চার চাকা গাড়ি চলে না। তাই এক দলীয় কর্মীর মোটরসাইকেলে চড়ে ভোটকেন্দ্রে পৌঁছন শুভেন্দু। প্রার্থীকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়ে ভিড়। এর পর ভোট দেন শুভেন্দু। 

ভোট দিয়ে বেরিয়ে শুভেন্দু বলেন, ‘দিদি হার গয়া। তাই উনি যা খুশি বলছেন। এই বুথে বেগম ১০০ পার করবেন না।’

প্রাথমিকভাবে নন্দীগ্রামে ভোটগ্রহণ নিয়ে কোনও অভিযোগ করেননি শুভেন্দু। তবে কয়েকটি জায়গায় ভোটযন্ত্র খারাপ বেরিয়েছে বলে জানান তিনি। সঙ্গে বলেন, সারা দিন বুথে বুথে ঘুরবেন তিনি। 

কেশপুরে তৃণমূলকর্মী খুনে দুঃখপ্রকাশ করে শুভেন্দু বলেন, ‘কী হয়েছে আগে দেখতে দিন। অসুস্থতার জন্যও কেউ মারা যেতে পারে। তৃণমূল বললেই তো আর হয়ে গেল না।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.