টানেলের ভেতর উল্টে গেল বুলেট ট্রেন, ৩৫০ জনের মৃত্যুর আশঙ্কা


Odd বাংলা ডেস্ক:
তাইওয়ানের পূর্বাংশে একটি পাহাড়ের নিচে অবস্থিত টানেলের মধ্যে উল্টে গিয়েছে একটি বুলেট ট্রেন। ট্রেনটি প্রচন্ড গতিতে টানেলের ভেতর যাওয়ার সময় লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। তাইওয়ানের ডিজিটাল সংবাদমাধ্যম ফোকাস তাইওয়ানের খবর অনুযায়ী যে কটি বগি টানেলের ভেতর আটকে আছে তাতে প্রায় ৩৫০ জনের থাকার কথা। আর সেই বগিগুলিতে কোনও প্রাণের দেখা পাওয়া যাচ্ছে না।

 


তাইওয়ান সরকারের তরফে একটি উদ্ধারকারীদল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। 

সূত্র: ফোকাস তাইওয়ান  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.