কেন ছ’মাস ঘুমিয়ে থাকতেন কুম্ভকর্ণ? জানুন আসল সত্য
Odd বাংলা ডেস্ক: একদিন ভগবান ব্রহ্মাকে তুষ্ট করার জন্য যজ্ঞ করছিলেন রাবণ ও তাঁর দুই ভাই কুম্ভকর্ণ ও বিভীষণ। তাঁদের প্রার্থনায় তুষ্ট হয়ে আবির্ভূত হন ব্রহ্মা। তিনি তিন ভাইয়ের কাছে জানতে চান যে তাঁর কি বর চান। রাবণ এবং বিভীষণ দু’জনেই ব্রহ্মার কাছে ‘ইন্দ্রাসন’ চান। কিন্তু কুম্ভকর্ণকে জিজ্ঞাসা করতেই তিনি একটা ছোট ভুল করে ফেলেন। ভুল করে বলে ফেলেন ‘নিদ্রাসন’। আর ‘নিদ্রাসন’-এর অর্থ হল শয্যায় শুয়ে নিদ্রা। সঙ্গেই সঙ্গেই নিজের ভুল শুধরে নেন তিনি। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। এরই মধ্যে বর দিয়েই ফেলেছেন ব্রহ্মা। সুতরাং আর গতি কি!
তবে বিশ্বাস করা হয় যে এই পুরো ঘটনার কারসাজি ছিল ইন্দ্রের। দেবী সরস্বতীকে নাকি ইন্দ্র অনুরোধ করেছিলেন কুম্ভকর্ণের মনটাকে এভাবে ঘুরিয়ে দিতে যাতে তিনি ভুল বলে ফেলেন। আর সেটাই হয়েছিল। তাই সেই বর অনুযায়ী, বাড়িতে ছ’মাস ঘুমিয়ে থাকেন কুম্ভকর্ণ।
Post a Comment