কেন পালিত হয় গুড ফ্রাই ডে?
Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বের খ্রীষ্টধর্মাবলম্বী মানুষ ক্যালভারিতে যীশু খ্রীষ্টের ক্রুশ বিদ্ধ হয়ে মৃত্যু বরণ উপলক্ষ্যে আজ গুড ফ্রাইডে পালন করছে। ইস্টার সানডের আগের শুক্রবার এই দিনটি পালিত হয়। ইস্টার সানডে যীশু খ্রীষ্টের পুনর্জন্ম বলে বিবেচনা করা হয়। বিভিন্ন গীর্জা ঘরে প্রার্থনার আয়োজন করা হয়। এই দিনটি পবিত্র শুক্রবার, মহান শুক্রবার, কালো শুক্রবার এবং ইস্টার ফ্রাইডে হিসেবেও পালিত হয়।
Post a Comment