বাড়িতে শিবলিঙ্গ রাখতে নেই! কেন বলা হয় জানেন?
Odd বাংলা ডেস্ক: ১. হিন্দু শাস্ত্র মতে মহিলাদের ঋতুচক্রের সময় শিবলিঙ্গের গায়ে স্পর্শ করা উচিৎ নয়। কিন্তু বাড়িতে শিবলিঙ্গ থাকলে অজান্তে এমনটা হতেই পারে। তাই বাড়িতে শিবলিঙ্গ রাখতে অনেকেই বারণ করেন। তবে এমন কুসংস্কার বর্তমানে আর নেই। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে বিশ্বাস।
২. শিবলিঙ্গে নিত্যপূজা করা উচিৎ। নাহলে নাকি তিনি ক্ষুব্ধ হন। তাঁর তাণ্ডবে শুরু ধ্বংসের শুরু হতেও পারে। কিন্তু মানুষ অনেক সময়েই পুজো দিতে ভুলে যান। তাই শিবলিঙ্গে বাড়িতে না রাখাই মঙ্গল অনেকের মতে। যদিও শাস্ত্র বলে, মানুষ প্রতারক হলেও ভগবান দয়ালু, তিনি কখনই ভক্তদের অনিষ্ট করতে পারেন না।
৩. বলা হয় শিব কোনও মিথ্যাচার, কোনও ভুল সহ্য করেন না। তাই মনে করা হয় বাড়িতে শিবলিঙ্গ থাকলে ভগবানরে রেগে যাওয়ার যথেষ্ট কারণ তৈরি হতে পারে কারণ সেখানে নানা ধরনের মানুষের আনাগোনা চলে। তবুও আমরা বিশ্বাস করি না যে ভগবান আমাদের উপর রেগে যেতে পারেন। তিনি অবশ্যই এই ক্ষুদ্র মানুষের সব দোষ ক্ষমা করে দেন।
Post a Comment