করোনাকে জয় করলেন ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেওয়া শতায়ু এই স্বাধীনতা সংগ্রামী


Odd বাংলা ডেস্ক:  করোনার দাপটে জেরবার গোটা দেশ। মারণ ব্যাধির প্রকোপে মৃত্যু মিছিল অব্যাহত। তবে এর মধ্যেও স্বস্তির খবর এই যে, করোনাকে হারিয়ে সেরে উঠলেন স্বাধীনতা সংগ্রামী এইচ.এস দোরস্বামী (HS Doreswami)।

১৯১৮ সালের ১০ এপ্রিল বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন হরোহল্লি শ্রীনিবাসাইয়া দোরস্বামী, যিনি ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়ে স্বাধীনতা সংগ্রামে নেমেছিলেন এবং ১৯৪৩ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত ১৪ মাস জেল খাটেন।বেঙ্গলুরুর সেন্ট্রাল কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক এই স্বাধীনতা সংগ্রামী পেশায় একজন শিক্ষক ছিলেন। এছাড়াও ‘পৌরভানি'(Pauravani) নামে একটি সংবাদপত্র বের করে সাংবাদিকতায়ও করার চেষ্টা করেছিলেন তিনি।গান্ধিযুগের এই নেতা মহীশূরের মহারাজাকে স্বাধীনতা পরবর্তী ভারতীয় রাজ্যে স্বীকৃতি দিতে বাধ্য করতে ‘মাইসোর চলো আন্দোলনেও’ অংশ নিয়েছিলেন।
 
জানা গিয়েছে, দিনকয়েক আগে করোনায় আক্রান্ত হয়ে পাঁচদিন বেঙ্গালুরুর শ্রী জয়দেব কার্ডিওভাসকুলার সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট-এ ভর্তি ছিলেন তিনি। সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পান  ১০৩ বছর বয়সী এই স্বাধীনতা সংগ্রামী। যেখানে বয়স্ক ব্যক্তিদের করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর ঝুঁকি বেশি সেখানে ১০৩ বছর বয়সে করোনাকে কাবু করে বাড়ি ফিরতে পারায় রীতিমতো উচ্ছসিত দোরাস্বামী ও তাঁর পরিবার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.