টিকার আকাল, ১৮-৪৪ বছর বয়সিদের ভ্যাকসিনেশন বন্ধের সিদ্ধান্ত নিল এই রাজ্য
Odd বাংলা ডেস্ক: ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের জন্য আপাতত টিকাকরণ (Vaccination) বন্ধ করল কর্ণাটক (Karnatak) সরকার। পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিনের আকাল বলে আজ, শুক্রবার থেকে ১৮-৪৪ বছর বয়সিদের টিকাকরণ বন্ধ করল কর্ণাটকের সরকার।
একটি বিবৃতিতে কর্ণাটকের রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই মুহূর্তে অনেকেরই সেকেন্ড ডোজ ভ্যাকসিন নেওয়া বাকি। তাই তাদের টিকাকরণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর সেই জন্যই ১৮-৪৪ বছর বয়সিদের ভ্যাকসিনেশন বন্ধ করছে রাজ্য সরকার। এমনকি যারা টিকাকরণের জন্য স্লটও বুক করে রেখেছিলেন তাদেরও ১৪ মে থেকে টিকা দেওয়া হবে না।
তবে এর আগে বুধবার কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেছিলেন, "আমাদের সে ভাবে ঘাটতি নেই ভ্যাকসিনের। যখন ভ্যাকসিন আসবে আমরা সবারই টিকাকরণ করব। আমরা সবাইকেই ভ্যাকসিন দিতে চাই।" কিন্তু শুক্রবার থেকেই আপাতত টিকাকরণ বন্ধ রাখল কর্ণাটক সরকার। ৪৫ বছরের উপরে যাঁরা দ্বিতীয় ডোজ নেননি এখনও তাঁদের জন্যই অল্প বয়সিদের ভ্যাকসিনেশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
Post a Comment