Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস মহামারি পরিস্থিতি বিবেচনা করে কারাবন্দিদের প্যারোলে তিন মাসের জন্য মুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয় ভারতে। তবে সেই সুযোগ পেয়েও কারাগার থেকে বাইরে বের হতে চান না সাজাপ্রাপ্ত ২১ জন অপরাধী।
জানা গেছে, তারা বিভিন্ন কারাগারে রয়েছেন। ৯টি কারাগার থেকে এ অনুরোধ এেসেছে। তাদের একটাই যুক্তি- ভেতরেই নিরাপদে আছি।
তারা এও মনে করেন, কারাগার থেকে বের হয়ে করোনা আক্রান্ত হলে তাদের কেউ দেখবে না। খাবার-দাবারও পাওয়া নিয়ে শঙ্কা আছে। সে কারণে কারাগারেই থাকতে চান তারা।
ভারতের কারা বিভাগের মহাপরিচালক আনন্দ কুমার জানান, কারাবন্দিরা বলছে, কারাগারে তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ঠিক মতো খাবার পাচ্ছে এবং এখান থেকে বের হলেই জীবিকার যুদ্ধ শুরু হবে তাদের।
তিনি আরো বলেন, তারা যেহেতু লিখিতভাবে জানিয়েছে, কারাগার থেকে বের হতে চায় না, সেই আবেদন রাখা হবে।
Post a Comment