ATM না ভেঙেই ৪০ লাখ টাকা লুঠ
Odd বাংলা ডেস্ক: ভাঙা হচ্ছে না এটিএম। অথচ অভিনব উপায়ে বের করে নেওয়া হচ্ছে টাকা। এভাবেই কলকাতার বুকে ইতিমধ্যেই প্রায় ৪০ লক্ষ টাকা লুট হয়ে গিয়েছে। গত ৯ দিনে কলকাতার নিউ মার্কেট, যাদবপুর ও কাশীপুর থানা এলাকায় বিভিন্ন এটিএম থেকে লুট করা হয়েছে এই টাকা। অভিনব এই প্রতারণার ঘটনায় কার্যত তাজ্জব বনে গিয়েছেন শহরের পুলিশবাহিনীও৷ ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৪ থেকে ২২ তারিখের মধ্যে নিউমার্কেট, কাশীপুর, যাদবপুরের তিনটি এটিএম থেকে ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে। হিসেব মতো, নিউ মার্কেটের এটিএম থেকে খোয়া গিয়েছে ১৮ লক্ষ ৮০ হাজার টাকা, কাশীপুরের এটিএম থেকে ৭ লক্ষ টাকা ও যাদবপুরের এটিএম থেকে ১৩ লক্ষ ৮০ হাজার টাকা খোয়া গিয়েছে। সমস্ত কাজটাই হচ্ছে নীরবে। এটিএমও থাকছে অক্ষত। ফলে কেউ টেরও পাচ্ছেন না। প্রায় নীরবেই শহরের একাধিক এটিএম থেকে এভাবে চুরি যাচ্ছে বিপুল পরিমাণ টাকা।
কিন্তু কীভাবে হচ্ছে এই চুরি? পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্কের কমিউনিকেশান চ্যানেলের মাঝে ঢুকে পড়ছে হ্যাকাররা। এটিএমের ভিতরে বিশেষ যন্ত্র বসিয়ে ব্যাঙ্কের সার্ভারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। সেই যন্ত্রটিই তখন হয়ে উঠছে ব্যাঙ্কের হোস্ট। তারা এটিএম-এর নির্দেশগুলিকে রেপ্লিকেট করছে। তার ফলে খুব সহজেই এটিএম না ভেঙেই টাকা হাতিয়ে নিচ্ছে তারা। একাধিক এটিএমে এই ধরনের কৌশল প্রয়োগ করা হচ্ছে। সেই টাকা তোলার কথা জানতে পারছে না ব্যাঙ্ক কর্তৃপক্ষও।
Post a Comment