আজ অক্ষয় তৃতীয়া, জেনে নিন আজ সোনা-রুপো কেনার শুভ সময়
Odd বাংলা ডেস্ক: হিন্দু পঞ্জিকা মতে, শুক্রবার ১৪ই মে সকাল ৫টা বেজে ৩৮ মিনিট থেকে শনিবার ১৫ই মে সকাল সাড়ে ৫টা পর্যন্ত সোনা-রূপো কিনলে সবচেয়ে লাভবান হবেন। সোনা কেনার পাশাপাশি মনে করা হয় এদিন থেকে নতুন ব্যবসা শুরু করলেও তা লাভজনক হয়। এছাড়া অক্ষয় তৃতীয়ায় গৃহপ্রবেশ, দানধ্যান করা, গরুকে খাওয়ানো শুভ কাজ বলে মনে করা হয়। পুরাণ মতে, অক্ষয় তৃতীয়া তিথিতে সমস্ত পাপ নাশ এবং সমস্ত ধরণের সুখ লাভ করা যায়। এদিন কোনও দান-পুণ্য করলে তার ফল অক্ষত থাকে।
Post a Comment