সেকি! করোনার প্রভাবে হ্রাস পাচ্ছে পুরুষের যৌন ক্ষমতা!

Odd বাংলা ডেস্ক: করোনা শুধু নয়, এর পার্শ্ব প্রতিক্রিয়ায় ত্রস্ত এখন গোটা বিশ্বের মানুষ। শারীরিক একাধিক গুরুতর সমস্যার মাঝে নয়া সমীক্ষায় ধরা পড়েছে করোনার প্রভাবে হ্রাস পাচ্ছে পুরুষের যৌন ক্ষমতা। আন্তর্জাতিক এক জানার্লে একাধিক মনোবিদরা এই তথ্যই প্রকাশ করেছেন। ইতালির একাধিক পুরুষের স্বাস্থ্যের উপর সমীক্ষা চালানোর পর, 'অ্যান্ড্রোলজি’ নামক জানার্লে জানানো হয়েছে, করোনা আবহে যৌনাঙ্গের ক্ষতি হচ্ছে অনেকের। কীভাবে! চিকিৎসকরা জানাচ্ছেন, করোনা ফুসফুস, স্নায়ু, হৃদযন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব ফেলছেই। এর ফলে পর্যাপ্ত রক্ত যৌনাঙ্গে পৌঁছতে পারছে না।

এর কারণে 'ইরেকটাইল ডিসফাংশন'-এ আক্রান্ত হচ্ছেন বহু পুরুষ। তাঁরাই জানাচ্ছেন, সহবাসের সময় যৌনাঙ্গের শিথিলতা কাটাতে পারছেন না অনেকেই। অন্যদিকে মনোবিদরা জানাচ্ছেন, করোনা পরিস্থিতিতে আতঙ্কিত তো বটেই, অবসাদে ভুগছেন বহু মানুষ। অবসাদ বা ডিপ্রেশনের কারণে খেতে হচ্ছে ওষুধও। যা ক্ষতিকর প্রভাব ফেলছে যৌন স্বাস্থ্যে। এমনকি সঙ্গমে অক্ষমতাও দেখা দিচ্ছে অনেকের। চিকিৎসকরা জানাচ্ছেন, নারী, পুরুষ নির্বিশেষে কমবেশি সকলেই যৌনাঙ্গের সমস্যায় ভুগছেন এই সময়।

দীর্ঘদিন একসঙ্গে থাকার ফলে সহবাসের ইচ্ছে যেমন বাড়ছে, অন্যদিকে উল্টোদিকের নারী, পুরুষের উপরও চাপ পড়ছে। চাহিদা পূরণ না হলেই মানসিক চাপ থেকেই অবসাদগ্রস্ততা গ্রাস করছে অনেককে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.