করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কে পূর্বাভাস থাকলেও,প্রস্তুত ছিল না সরকার, স্বীকার করল কেন্দ্র


Odd বাংলা ডেস্ক: আগেই সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কা যে  এমন ভয়ঙ্কর আকার ধারণ করবে, তা ভাবতেও পারেননি-সম্প্রতি এমনটাই স্বীকার করে নিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তারা।  আন্তর্জাতিক গণস্বাস্থ্য সংস্থাগুলিও বলছে, প্রথম দফার সংক্রমণ কমে আসায় মোদী সরকার যেভাবে লাফালাফি শুরু করেছিল, দ্বিতীয় ঢেউয়ের সতর্কতায় তারা কর্ণপাতই করেননি। তারই ফল ভুগতে হচ্ছে মানুষকে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে সতর্ক করে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে মূলত গ্রামীণ ভারত বিপদের মুখে দাঁড়িয়ে।

সূত্রমতে, ফেব্রুয়ারি থেকে দেশে সংক্রমণের হার বাড়তে শুরু করেছিল। প্রথম সংক্রমণের ঢেউ অনেকাংশে নিয়ন্ত্রণ করা গেলেও দ্বিতীয় ঢেউ অকল্পনীয় গতিতে ছড়িয়ে পড়তে থাকে। ফলে মে মাসে সংক্রমণের চিত্র দেশে কতটা খারাপ হতে পারে, সেই সময়ে তা কেউই আঁচও করতে পারেননি। এপ্রিল মাসে পরিস্থিতির পূর্বাভাস দেওয়া শুরু হলেও কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

গত জানুয়ারি মাসে গোটা দেশে রক্ত বা সেরো সমীক্ষা করেছিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। তখনই দেখা গিয়েছিল, প্রথম ধাক্কায় দেশের মাত্র ২০ শতাংশ মানুষ করোনার শিকার হয়েছেন। তখনই বোঝা গিয়েছিল দেশের ৮০ শতাংশ মানুষ করোনা আক্রমণের শিকার হতে পারেন। ভারতের মতো জনবহুল দেশে ৮০ শতাংশের কাছাকাছি মানুষের আক্রান্ত হওয়ার পরিস্থিতি থাকলে, প্রকৃত আক্রান্তের সংখ্যা নির্ণয় করা দুঃসাধ্য, বলে স্বীকার করে নিয়েছেন স্বাস্থ্য কর্তারা। বিনোদ পলের কথায়, সে ক্ষেত্রে দ্বিতীয় ধাক্কায় কত লোক এ দেশে আক্রান্ত হতে পারে, কোনও মডেলের পক্ষে তার প্রকৃত পূর্বাভাস দেওয়া হয়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.