২-১৮ বছর বয়সীদের কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেল ভারত বায়োটেক


Odd বাংলা ডেস্ক: ২ বছর থেকে ১৮ বছর বয়সিদের উপর কোভ্যাক্সিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেল ভারত বায়োটেক। ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। ভারত বায়োটেক সূত্রে খবর, খুব শীঘ্রই এই ট্রায়াল শুরু হবে। ৫২৫ জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবকের এই ট্রায়ালে অংশ নেওয়ার কথা। বুধবারই এই ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর সুপারিশ করে কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞদের একটি দল।

কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বিশেষজ্ঞরা ভারত বায়োটেকের সঙ্গে বৈঠকের পরই শিশুদের উপর এই দেশীয় প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেন। এই দলের সুপারিশ মেনে নিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া।প্রসঙ্গত, বহুদিন ধরেই শিশুদের উপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চেয়ে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে আবেদন করেছিল ভারত বায়োটেক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.