ধেয়ে আসছে মরশুমের প্রথম ঘূর্ণিঝড় ‘তাউকতে’,উপকূলে জারি কড়া সতর্কতা


Odd বাংলা ডেস্ক: ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, মধ্য আরব সাগরে (Arabian Sea) ক্রমশ শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘তাউকতে’(tauktae)। সেখানে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় আগামী ১৪ থেকে ১৬ মে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে ব্যপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া অফিসের তরফে। এছাড়াও, যারা এখন সমুদ্রে রয়েছেন দ্রুত তাঁদের উপকূলে ফিরে আসার বার্তা পাঠিয়েছে  মৌসম ভবন।

জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই (১৪ মে) দক্ষিণ পূর্ব আরব সাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। যার জেরে লাক্ষাদ্বীপ সংলগ্ন উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আসতে আসতে দক্ষিণ-পশ্চিমের দিকে সরতে থাকবে। যার জেরে , উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং বিহারের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উপকূলীয়, দক্ষিণের কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল ও লাক্ষাদ্বীপে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.