রাণী রাসমণি অভিনেত্রীর জীবনে কি প্রেম আছে?

Odd বাংলা ডেস্ক: ‘করুণাময়ী রাণী রাসমণি’তে অভিনয় করে বাঙালির ঘরের মেয়ে হয়ে গিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। রানি রাসমণির চরিত্রে অভিনয় করে তিনি প্রায় তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। যদিও খুব শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিকে তাঁর চরিত্র। আর তারপরই ছোট পরদা থেকে বিরতি নেওয়ার ইচ্ছে আছে তাঁর। যে চরিত্রে তাঁকে এতদিন দেখা গিয়েছে সেটা থেকে এবার তিনি বেরিয়ে আসতে চাইছেন। 

তবে এ সমস্ত হল তাঁর কাজের জীবনের কথা। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু দর্শকমহলে বেশ জিজ্ঞাসা রয়েছে। সম্প্রতি তাঁকে জিজ্ঞাসা করেছিল সংবাদমাধ্যম যে তিনি কাউকে ভালবাসেন কিনা, মানে তাঁর কোনও মনের মানুষ আছে কিনা, তার জবাবে অবশ্য দিতিপ্রিয়া জানিয়েছেন এখনই এসব নিয়ে ভাবতে চাইছেন না তিনি। আপাতত ফোকাস কেরিয়ারে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.