দেশে এবার টিকা পাবে ২-১৮ বছর বয়সীরা, ট্রায়ালের ছাড়পত্র পেল কোভ্যাক্সিন


Odd বাংলা ডেস্ক: আরও একধাপ এগিয়ে যেতে চলেছে ভারত বায়োটেকের টিকা কোভ্যাক্সিন(Covaxin)। ২-১৮ বছর বয়সীদেরও যাতে এ টিকা দেওয়া যায় তার জন্য ২/৩ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল হবে। মঙ্গলবার বিশেষজ্ঞদের একটি প্যানেল ভারতীয় টিকা প্রস্তুতকারক সংস্থাটিকে এ ট্রায়ালের ছাড়পত্র দেয়।

বর্তমানে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকেই এর মধ্যে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত ১৮ বছরের কম বয়সীদের দেওয়ার জন্য ছাড়পত্র পায়নি টিকা দুটি। এবার সেই চাহিদাও পূরণ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে পুরোটাই নির্ভর করছে কোভ্যাক্সিনের ২/৩ পর্বের ক্লিনিক্যাল ট্রায়ালের সাফল্যের ওপর। এ ট্রায়ালে অনুমতি চেয়ে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) কোভিড-১৯-এর জন্য তৈরি সাবজেক্ট এক্সপার্ট কমিটির কাছে আবেদন জানিয়েছিল ভারত বায়োটেক। এরপর এই টিকার ট্রায়ালের অনুমতি পেল সংস্থাটি।

করোনার নতুন ধরণ নতুন করে চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের। কারণ ভারতে দ্বিতীয় ঢেউয়ের আঘাতে বড়দের পাশাপাশি করোনা আক্রান্ত হচ্ছে অনেক শিশুরাও। যা গত বছরের করোনায় সেভাবে চোখে পড়েনি। বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯-এর প্রথম ঢেউ প্রাপ্তবয়স্কদের ওপর থাবা বসিয়েছিল। দ্বিতীয় ঢেউটি আরও বেশি প্রাণঘাতী ও আক্রমণাত্মক। আর তৃতীয় ঢেউ বাচ্চাদের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। আর সেই কারণেই আগাম প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.