করোনার কবল থেকে সুস্থ হয়ে ওঠার কতদিন পর টিকা নেওয়া উচিত, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: করোনামুক্ত হওয়ার কত দিন পরে টিকা নেওয়া উচিত? এ নিয়ে বহু মত রয়েছে। আমেরিকার গাইডলাইনে ৩ মাসের কথা বলা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদিও ৬ মাসের কথাই বলে। তাদের যুক্তি, সংক্রমণ-মুক্তির পরে প্রায় ছ'মাস কার্যকরী থাকে অ্যান্টিবডি। টিকাও তাই এর পরেই নেওয়া উচিত। একই মত দেশের টিকাবিজ্ঞানীদেরও একাংশের। তাঁদের দাবি, ব্রিটেন থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে, সার্স-কোভ-২ ভাইরাসের প্রাকৃতিক সংক্রমণ কাটিয়ে ওঠা মানে শরীরে ৮০% সুরক্ষা গড়ে ওঠা। তাই ছ'মাস অপেক্ষা করা যেতেই পারে।

কেন্দ্রের টিকাকরণ বিষয়ক বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব- ছ'মাসের আগে তো নয়ই। বৃহস্পতিবার তারা এই প্রস্তাব পাঠিয়েছে 'ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-১৯' বা নেগভ্যাকের কাছে। এখন নেগভ্যাক সায় দিলেই এই প্রস্তাব কার্যকর করা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নামপ্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিকের কথায়, 'এখন তো কোভিড-রিপোর্ট নেগেটিভ আসার ১৪ দিন হলেই টিকা দেওয়া হচ্ছে। কিন্তু অ্যান্টিবডির কার্যকারিতা বাড়াতে ছ'মাস পরে টিকা নেওয়াই উচিত।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.