অক্ষয় তৃতীয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক কাহিনি, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: পুরাণ মতে অক্ষয় তৃতীয়ার তিথিকে অত্যন্ত শুভ এবং পবিত্র বলেই মানা হয়। অক্ষয় তৃতীয়ায় সাধারণত গৃহপ্রবেশ (যদি পঞ্জিকায় দিন থাকে, তাহলে অন্য ব্যপার) এবং উপনয়ন ছাড়া যেকোনও শুভ কাজ করা যায়। আর এর ফলে অক্ষয় লাভ করা যায়। তবে এই দিনটিকে পবিত্র এবং পুণ্য তিথি হিসাবে মেনে চলার বেশকিছু কারণ পূরাণে বর্ণিত আছে।

বলা হয়, এই অক্ষয় তৃতীয়াতেই, গঙ্গাদেবী ভগবান শঙ্করকে মাথায় নিয়ে অবতরণ করেছিলেন মর্ত্যে। গঙ্গাকে পথ দেখাতে দেখাতে সাগরে মিলন ঘটিয়েছিলেন ভগীরথ। মহাভারতের যুগে, আনুমানিক ৪৪৫০ বছর আগে, বদ্রিনারায়ণ থেকে ১০ কিলোমিটার দূরে মানা গ্রাম। এই গ্রামের ব্যাস গুহায় বসে ব্যাসদেব শ্রুতিলিখনকারী গণেশজিকে সঙ্গে নিয়ে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে শুরু করেছিলেন লক্ষ শ্লোক মহাভারত রচনা।

কৌরব রাজসভায় রথী-মহারথীদের সামনে দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন। কিন্তু সে চেষ্টা সফল হয়নি শ্রীকৃষ্ণের করুণায়। পাঞ্চালীর লজ্জা নিবারণ করেছিলেন বাসুদেব। দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। বিশ্বাস করা হয়। অক্ষয় তৃতীয়ায় দেহ ত্যাগ হলে তার অক্ষয় স্বর্গলাভ হয়।
লৌকিক পরম্পরা অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা থেকে জোয়ারের জল পুণ্যঘটে এনে ঘরে বা ব্যবসায় ক্ষেত্রে ছেটানো মঙ্গলজনক। এই পুণ্যতিথির গঙ্গাজল সার্বিক দুর্ভোগ দূর করে থাকে। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হলেন পরশুরাম। এই দিনটিই পরশুরামের জন্মতিথি হিসাবে খ্যাত। অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে ভগবান শঙ্করের আরাধনা করে বিপুল সম্পদের অধিকারী হয়েছেন কুবের ও লক্ষ্মী। মতান্তরে এই তিথিতেই কুবের লক্ষ্মী দেবী আরাধনা করে অত্যন্ত ধন-সম্পদ লাভ করেছিলেন। 

অক্ষয় তৃতীয়ার আরেকটি নাম নবান্ন পার্বণ। এই দিনে বিষ্ণুর সঙ্গে বৈভব লক্ষ্মীর পুজো করলে ধনে-জনে লক্ষ্মীলাভ হয়। বছরের পর বছর ধরে পুরুষোত্তম ক্ষেত্রে প্রভু জগন্নাথ দেবের রথ নির্মাণের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়াতে। জৈন তীর্থঙ্কর ঋষভনাথ টানা এক বছর উপবাসের পর উপবাস ব্রত ভঙ্গ করছিলেন পবিত্র এই তিথিতে। সেদিন তিনি আখের রস পান করেছিলেন।

যদি কোনও বছর সোমবার রোহিণী নক্ষত্রে অক্ষয় তৃতীয়া তিথি পড়ে, তাহলে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা পবিত্র তিথি হিসেবে মান্যতা দেওয়া হয়। পুরাণের কালে রাজা যুধিষ্ঠির অক্ষয় তৃতীয়ার দিনে পেয়েছিলেন অক্ষয়পাত্র। এই পাত্রের সাহায্যে রাজা সারা রাজ্যের সমস্ত দারিদ্র্যক্লিষ্ট মানুষের ক্ষুধা নিবারণ করতে সক্ষম হয়েছিলেন।

বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় দিনটিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। পয়লা বৈশাখের মত এই তিথিতে কিছু কিছু ব্যবসায়ী খাতা ও লক্ষ্মী গণেশ পুজো করেন। এই দিনটিকে সাফল্য ও সৌভাগ্যের প্রতীক হিসাবে মানা হয়। এই তিথিতে কোনও শুভ কাজ সম্পন্ন করলে তার ফল অক্ষয় হয়ে থাকে বলে এই তিথি অক্ষয় তৃতীয়া নামে প্রসিদ্ধি লাভ করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.