করোনায় অনাথ হচ্ছে ভারতের শিশুরা


Odd বাংলা ডেস্ক: গত এপ্রিল মাসে করোনায় বাবাকে হারিয়েছে পাঁচ বছর বয়সী প্রথম ও তার ১০ মাস বয়সী ভাই আয়ুশ। বাবা হারানোর ১০ দিন পর দিল্লির অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন মায়েরও মৃত্যু হয়। এতে করে তারা দু'জনেই এতিম হয়ে যায়।

তাদের পৃথিবী যে বদলে গেছে , সেটা তারা জানেও না। তারা এও বুঝতে পারছে না যে, এতোদিন পার হয়ে গেলেও তাদের বাবা-মা কেন বাড়ি ফিরে আসছে না।

স্বজনরা প্রথমকে জানিয়েছে, তাদের মা-বাবা কাজের জন্য বাইরে গেছে। কিন্তু তার পরেও বাবা-মার কথা বারবার জানতে চায় প্রথম। দিনের পর দিন তাদেরকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে।

একপর্যায়ে দিল্লিভিত্তিক বেসরকারি সংস্থার (এনজিও) সঙ্গে যোগাযোগে করেছে প্রথমের স্বজনরা। এনজিওর কর্মীরা মনে করছেন, প্রথম এবং তার ভাইকে কেউ না কেউ দত্তক নিতে পারে।

প্রথম ও আয়ুশের মতো মা-বাবা হারিয়েছে ১২ বছরের সোনিয়া এবং তার ভাই অমিত (৭)। গত বছরের জুন মাসে তারা বাবাকে হারিয়েছে এবং এ বছরের এপ্রিল মাসে হারিয়েছে মাকে।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি সম্প্রতি এক টুইট বার্তায় লিখেছেন, অন্তত ৫৭৭ জন শিশুর বাবা-মা করোনায় মারা গেছে এ বছরের ১ এপ্রিল থেকে ২৫ মে'র মধ্যে। 

ফলে প্রথম ও আয়ুশ কিংবা সোনিয়ার মতো বহু শিশু ভারতে এতিম হয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.