শাহরুখের সঙ্গে ডেটের প্রস্তাব নাকচ করেছিলেন লেডি গাগা!

Odd বাংলা ডেস্ক: বিশ্বজোড়া অনুরাগিনী তার। ১৬ বছরের কিশোরী থেকে ৪৬ বছরের মহিলা, শাহরুখ খান বলতে পাগল! এক একটু ঝলক, একটু ছোঁয়া পেলেই তাদের বিশ্বজয়ের আনন্দ। এমন পুরুষের সঙ্গে ডেটের প্রস্তাব নাকি নাকচ করেছিলেন হলিউড গায়িকা লেডি গাগা!
বিশ্ব বিখ্যাত এই গায়িকার যুক্তি, বিবাহিত পুরুষের সঙ্গে ডেটে যান না তিনি। সঙ্গে জুড়ে দিয়েছিলেন, ‘আমি খুবই ভালো মেয়ে।’
ঘটনাটা ঠিক কী? ২০১১ সালে ভারতে এসেছিলেন লেডি গাগা। সেই সময় শাহরুখ খান তার অন্তরঙ্গ সাক্ষাৎকার নিয়েছিলেন। তখন অভিনেতার এক অনুরাগী গাগাকে প্রশ্ন করেছিলেন, সুযোগ পেলে কোনো দিন কিং খানের সঙ্গে ডেটিং করবেন গায়িকা?

সঙ্গে সঙ্গে সপাটে জবাব লেডি গাগার, ‘কখনোই না। এই সব ব্যাপারে আমি ভীষণ প্রাচীনপন্থী। আমি এক পুরুষে বিশ্বাসী। তাই বিবাহিত পুরুষের সঙ্গে ডেটে যাব না।’

গাগার উত্তরে অনুরাগী বিস্ময়ে হতবাক। শাহরুখ যদিও সামলে নিয়েছেন গোটা বিষয়। মজা করে বলেছেন, ‘এই জন্যই আমি কখনও আশা বা স্বপ্নকে আকাশ ছুঁতে দেই না। মাটির কাছাকাছি রাখি।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.