Odd বাংলা ডেস্ক: 'ফোন কিউ বজ রহা হাইরে বাবা' হেরাফেরির বাবুভাই কিন্তু একদম সাধারণ মানুষ নয়। তাঁর জীবন জুড়ে রয়েছে অসাধারণ সমস্ত ঘটনা। যা শুনলে হয়তো আপনারাও চমকে যাবেন। আজ পরেশ রাওয়ালের জন্মদিন, আসুন জেনে নিন তাঁর জীবন সম্পর্কে অসাধারণ সমস্ত তথ্য
মিস ইন্ডিয়া স্ত্রী |
পরেশ রাওয়ালের স্ত্রী স্বরূপ সম্পত একজন মিস ইন্ডিয়া হয়েছিলেন হয়েছিলেন। তার আগে থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
অভিনয়ের আগে ব্যাঙ্কে চাকরি |
অভিনয় জগতে আসার আগে পরেশ রাওয়াল ব্যাঙ্ক অব বরোদাতে ম্যানেজার পদে চাকরি করতেন।
কমেডিয়ান হওয়ার আগে ভিলেইন |
একজন কৌতুক অভিনেতা হওয়ার আগে পরেশ রাওয়াল একজন খলনায়ক হিসেবে প্রায় ১০০ টি সিনেমাতে অভিনয় করেছেন।
কিসন ভার্সেস কানহাইয়া |
অক্ষয় কুমার অভিনিত ও মাই গড সিনেমাটি পরেশ রাওয়ালের প্রযোজনার সিনেমা। মানে সেই সিনেমার তৈরিতে অর্থলগ্নি তিনিই করেছিলেন।
মোদীর চরিত্রে অভিনয় |
খুব তাড়াতাড়ি পরেশ রাওয়ালকে একটি সিনেমাতে দেখা যাবে । সেখানে তিনি মোদীর চরিত্রে অভিনয় করছেন। যদিও এই ছবির কাজ কতটা শেষ হয়েছে সেই নিয়ে কোনও রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
Post a Comment