Odd বাংলা ডেস্ক: সোমবারে আবার বেড়ে গেল পেট্রোল-ডিজেলের দাম। এই নিয়ে এই মাসে মোট ১৬ বার বেড়েছে পেট্রোল ডিজেলের দাম।
দিল্লিতে পেট্রল-ডিজেলের দর:
সোমবারে দিল্লিতে ২৯ পয়সা দামি হয়েছে পেট্রল। ডিজেলের দাম বেড়েছে ২৪ পয়সা। যার ফলে রাজধানীতে ৯৪ টাকা ছাড়িয়ে গেল পেট্রলের দর। দিল্লিতে এদিন পেট্রল বিক্রি হচ্ছে লিটার প্রতি ৯৪.২৩ টাকা দরে। ডিজেলের দাম রয়েছে প্রতি লিটার ৮৫.১৫ টাকা।
মুম্বইতে পেট্রল-ডিজেলের দর:
মুম্বইতে শনিবারই ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল পেট্রলের দর। সোমবার সেই দাম পৌঁছল ১০০.৪৭ টাকা প্রতি লিটারে। বাণিজ্য নগরীতে ডিজেলের দাম রয়েছে ৯২.৪৫ টাকা।
কলকাতাতে পেট্রল-ডিজেলের দর:
অন্যদিকে কলকাতাতেও রেকর্ড মূল্যে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল। কলকাতাতে সোমবার পেট্রলের দর রয়েছে প্রতি লিটারে ৯৪.২৫ টাকা। ডিজেলের দর রয়েছে লিটার প্রতি ৮৮ টাকা।
Post a Comment