পুলিশের সামনে ইচ্ছে করে বাতকর্ম! ফাইন ৯ হাজার টাকা

Odd বাংলা ডেস্ক: একজনের বাতকর্ম হাঁচি বা কাশির চেয়ে দুর্গন্ধের কারণে অনেক বেশি অসুবিধায় ফেলে অন্যদের। মূল ঘটনাটি অবশ্য গত বছরের। অস্ট্রিয়ার পুলিশ জানিয়েছিল যে এক ব্যক্তি এক পার্কের এক বেঞ্চে বসেছিলেন নিজের মতো। উঠে যাওয়ার সময়ে তিনি ওই পুলিশকর্মীর দিকে ইঙ্গিতপূর্ণ ভাবে তাকান, তার পর সশব্দে তাঁকে লক্ষ্য করে বায়ুত্যাগ করেন। পুলিশের মতে এটি স্বতস্ফূর্ত ঘটনা নয়, এভাবে বাতকর্মের মাধ্যমে ওই ব্যক্তি ইঙ্গিতপূর্ণ এবং অশালীন বক্তব্য রাখতে চেয়েছিলেন। ফলে পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এবং ৫০০ ইউরো, ভারতীয় মুদ্রায় ৪৪ হাজার টাকা জরিমানা করে। ঘটনাটি আদালতেও ওঠে।

আর তার পরেই দেখতে দেখতে আদালতে ঘটনাটি চলে যায় ওই নাম প্রকাশিত না হওয়া ব্যক্তির পক্ষে। তিনি আদালতে এই বলে সওয়াল করেন যে বাতকর্ম একটি স্বতস্ফূর্ত প্রক্রিয়া, বেগ তীব্র হলে তা আটকে রাখা যায় না। তেমনই শারীরিক এই কর্মকাণ্ড ব্যক্তিস্বাধীনতার মধ্যেও পড়ে, এর জন্য কাউকে যদি প্রশাসন জরিমানা দিতে বাধ্য করে, তাহলে তা হবে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ।

আদালত অবশ্য এই ব্যক্তির বক্তব্যকে আংশিক হলেও সম্প্রতি সমর্থন করেছে। ডেইলি মেলে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী আপাতত এক ধাক্কায় কমে এসেছে জরিমানার পরিমাণ। এখন আদালতের নির্দেশ অনুসারে এই ব্যক্তিকে জরিমানা দিতে হবে মাত্র ১০০ ইউরো, ভারতীয় মুদ্রায় ৮৮৯২ টাকা।

আদালতের মত- জনসমক্ষে সশব্দে বায়ুত্যাগ অশালীনতা, সে কারণেই সামান্য হলেও জরিমানা দিতে হচ্ছে ওই ব্যক্তিকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.