Odd বাংলা ডেস্ক: বয়স ধরে রাখতে আমরা কত কিনা করি। কিন্তু আপনি কি সৌন্দর্য ধরে রাখতে শামুকের লালারস দিয়ে মুখ ধোবেন? কি অবাক হচ্ছেন শুনে? এক ফরাসি তরুণ এমনই তথ্য শেয়ার করেছেন।
ফরাসি সেই তরুণ বলছেন, শামুকের লালা প্রসাধনীর বাজারে বাজিমাত করবে।
২৮ বছর বয়সী ডেমিয়েন ডেসরোশার থাকেন ফ্রান্সের ওয়াহাগনিস-এ এবং যে তিনজন শামুকের লালা দিয়ে সাবান বানাচ্ছেন তিনি তাদের একজন। তিনি প্রায় ৬০ হাজার শামুক পালেন এবং তাদের লালা দিয়ে সাবান বানান।
এরজন্য একটি পাত্রে ৪০টি শামুকের সংগৃহীত লালা রাখা হয়েছে। শামুককে আলতো করে সুরসুরি দিলে তারা এই রস নিঃসরণ করে এবং সেটা অল্প আঁচে বসিয়ে সাবান তৈরি কর হয়।
মি. ডেসরোশার বলছেন, এই প্রক্রিয়ায় শামুকে কোনো ক্ষতি হয় না।
পশ্চিমের প্রসাধন সামগ্রীতে শামুকের লালা ব্যবহার হয় না, কিন্তু বিশেষত কোরিয়ান প্রসাধনীতে শামুকের লালারস একটি বহুল ব্যবহৃত উপাদান।
দাবি করা হয়, শামুকের লালার বয়স ঠেকিয়ে রাখার গুণ রয়েছে। এই লালার মধ্যে স্বাভাবিকভাবে তৈরি কিছু উপাদান আছে, যেমন- কোলাজেন এবং ইলাস্টিন, যেগুলো ত্বকের বয়স ঠেকানোর ওষুধ। এটা খুবই চমকপ্রদ।
এছাড়াও এর কোনো কিছু সারিয়ে তোলার ক্ষমতা আছে। কারণ শামুক লালারস ব্যবহার করে তার ভাঙা খোলস সারায়। তাই এটা ত্বকে লাগালে ত্বকের ক্ষতও তাড়াতাড়ি সেরে যায়।
ডেসরোশারের লক্ষ্য প্রথম বছর ৩০০০ শামুকের লালার সাবান বানাবেন।
Post a Comment