Odd বাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল বৃষ্টিতে ভিজেছে বাংলা। যার জেরে গা জ্বালানি গরম থেকে অনেকটাই রেহাই পেয়েছেন বঙ্গবাসী। কিন্তু, ইয়াস যেতেই ফের চোখ রাঙাচ্ছে গরম। যদিও সেভাবে গরমে হিমশিম খাবে না বাংলা। কারণ, আজ ও আগামী কয়েকদিনে রাজ্যজুড়ে ঝোড়ো ইনিংস খেলতে পারে বৃষ্টি (Rain Forecast)। এমন পূর্বাভাসই দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।
Post a Comment