এই মুহূর্তে দেশের সবচেয়ে দামী ভ্যাকসিন Sputnik V, কত দাম, জানেন ?

Odd বাংলা ডেস্ক: করোনার থাবা থেকে দেশকে বাঁচতে ভারতের হাতে এসেছে আরও এক টিকা স্পুটনিক ভি (Sputnik V)। আগামী সপ্তাহের মধ্যেই মিলবে রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি। রাশিয়ার টিকা ঘিরে দেশবাসীর একাংশের মধ্যে আগ্রহ দেখা গিয়েছে। স্পুটনিক ভি টিকা নিতে গেলে কত টাকা খরচ করতে হবে, এ নিয়ে কৌতূহলের সীমা নেই। 

শুক্রবার ডা. রেড্ডিস ল্যাবরেটরির পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া থেকে আমদানি করা এই ভ্যাকসিনের দাম পড়বে ৯৯৫.৪০ টাকা। সেইসঙ্গে ৫ শতাংশ জিএসটি (GST) যোগ হবে টিকার দামের সঙ্গে। তবে দেশে এই টিকার উৎপাদন শুরু হলে দাম কমতে পারে। 

করোনা প্রতিরোধে ৯১.৬ শতাংশ কার্যকারিতা রয়েছে রুশ ভ্যাকসিনের। ফাইজার ও মডার্নার ভ্যাকসিনের পর স্পুটনিক ভি তৃতীয় ভ্যাকসিন, যার কার্যকারিতা বেশি। অন্যদিকে, শুক্রবার ভারতে স্পুটনিক ভি-র টিকাকরণ শুরু হয়েছে রুশ ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হল। ডা. রেড্ডিস ল্যাবরেটরির কাস্টম ফার্মা সার্ভিসেসের গ্লোবাল হেড দীপক সাপরা প্রথম স্পুটনিক ভি-র ডোজ নিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.